Monday, June 23, 2025

পার্বতীপুরে যৌথ অভিযানে নগদ ৪ লক্ষ টাকা মাদকসহ আটক-৪

 


পার্বতীপুরে যৌথ অভিযানে নগদ ৪ লক্ষ টাকা মাদকসহ আটক-৪


দিনাজপুরের পার্বতীপুর ভবেরবাজার, মন্মথপুর, বড় হরিপুর এলাকায় ক্যাপ্টেন রাব্বি আজমান (২৮ বীর) এর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে ০৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আজ ২০ জুন ২০২৫ ইং তারিখ শুক্রবার রাত থেকে সকাল পর্যুন্ত অভিযান চালিয়ে গ্রেফতার হয় ৪জন। আটকৃত হলেন- মোঃ রবিউল ইসলাম (৪০) মোঃ শাহাদাত হোসেন (৩৫) মোমেনা বেগম (৫০) আরিফা বেগম (৩৫) উক্ত ব্যক্তিদের বাসা বাড়ি তল্লাশি করে বিপুল পরিমান ফেনসিডিল ৯ টি মোবাইলফোন

১টি মানিব্যাগ, নগদ অর্থ- ৪,০০,০০০ (চার লক্ষ টাকা)। 

 পরবর্তীতে পার্বতীপুর মডেল থানায় উক্ত  আসামিদের আজ ৮.০০ ঘটিকায় হস্তান্তর করা হয়। আসামির ঠিকানা: ১. মোঃ রবিউল ইসলাম (৪০) পিতাঃ মৃত আব্দুল সামাদ। গ্রামঃ, বড় হরিপুর, পোস্টঃ মন্মথপুর, উপেলা: পার্বতীপুর জেলাঃ দিনাজপুর। ২. মোঃ শাহাদাত হোসেন (৩৫) পিতাঃ মৃত নিজামুদ্দিন গ্রামঃ বড় হরিপুর, মন্মথপুর, পার্বতীপুর, দিনাজপুর। ৩. মোমেনা বেগম (৫০) পিতাঃ মৃত আব্দুল মজিদ,  বড় হরিপুর, মন্মথপুর, পার্বতীপুর,  দিনাজপুর। ৪. মোঃ আরিফা খাতুন (৩৫) আব্দুল হোসেন, বড় হরিপুর,  মন্মথপুর, পার্বতীপুর,  দিনাজপুর।

উক্ত আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।


পার্বতীপুর 

সর্দার মোরসালিম বাবলা

সাংবাদিক দেশ২৪নিউজ 



শেয়ার করুন

Author:

দেশ ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: