দিনাজপুর বিরলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী একজন নিহত আহত দুইজন ।
আজ বুধবার ( ২৩ জুলাই) বিকাল সোয়া ৩ টায় দিনাজপুরের বিরল উপজেলার মঙ্গলপুর চৌধুরী ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে পিক আপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে । এ ঘটনায় আহত হয়েছেন আরেকজন যে সদর হাসপাতালে চিকিৎসাধীন ।
দুর্ঘটনায় নিহত মোটর সাইকেল আরোহী সোহেল রানা (৩৫) বিরল উপজেলার ফুলবাড়ি কাঠিহারী এলাকার বাবুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি কার্ভাডভ্যান দিনাজপুর অভিমুখে বেপরোয়া গতিতে যাচ্ছিল। এ সময় অপরদিক থেকে মঙ্গলপুর বাজার অভিমুখে আসা সোহেল রানা ঘটনাস্থলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে গেলে কার্ভাডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
0 coment rios: