Monday, June 23, 2025

পার্বতীপুরে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেটসহ যৌথবাহিনী অভিযানে আটক 1জন

 


পার্বতীপুরে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেটসহ  যৌথবাহিনী অভিযানে আটক 1জন


দিনাজপুরের পার্বতীপুরে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেটসহ আব্দুর রউফ স্বপু (৩২) নামে একজনকে আটক করেছে যৌথ বাহিনী। রোববার (২২ জুন) সন্ধ্যায় উপজেলা সংলগ্ন পশ্চিম পাড়ায় এই অভিযান পরিচালিত হয়। আটককৃত স্বপু ওই এলাকার মৃত : আলফাজুর রহমানের ছেলে।

অভিযানে স্বপুর কাছ থেকে ২২শত ৮৯ পিস নেশাজাতীয় টাপেন্ডা ট্যাবলেট, নগদ ৭৫,৬৭০ (পচাঁত্তর হাজার ছয়শত সত্তর) টাকা, ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ৩টি বাটন ফোন উদ্ধার করা হয়েছে।

আটককৃত স্বপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


  পার্বতীপুর 

সর্দার মোরসালিম বাবলা

সাংবাদিক দেশ২৪নিউজ 



শেয়ার করুন

Author:

দেশ ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: