দিয়াবাড়ি থেকে টঙ্গী পর্যন্ত মেট্রো রেল সম্প্রসারণ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। আজ শুক্রবার জাপান থেকে সংবাদমাধ্যমকে তিনি এ কথা জানান।
আমিন উল্লাহ নুরী বলেন, প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন আগামী ২০৩০ সালের মধ্যে ঢাকায় জনবান্ধব গণপরিবহন আনতে হবে। সে কারণেই মেট্রো আসছে। উনি মেট্রো রেলে এমআরটি লাইন-৬ উদ্বোধন করেছেন। আমরা আশা করছি, আগামী নভেম্বরের মধ্যে মতিঝিল পর্যন্ত লাইন ছয় সম্প্রসারিত হবে। দুই এবং ছয় নম্বর লাইনের দিয়াবাড়ি থেকে টঙ্গী সম্প্রসারণের কাজটুকু আমাদের বাকি।
সড়ক সচিব বলেন, জাপান আমাদের আরো সহযোগিতা করবে। জাইকা আগ্রহ দেখিয়েছে আমাদের অন্য লাইনগুলো করার জন্য। সে কারণে জাপানের সঙ্গে চুক্তি সম্পাদিত হয়েছে। মতিঝিল থেকে কমলাপুরের কার্যক্রম ২০২৬ সালের মধ্যে শেষ হয়ে যাবে। এটা শেষ হওয়ার পর আমরা শুরু করব দিয়াবাড়ি থেকে আপ-টু টঙ্গী।
সড়ক সচিবের এমন বক্তব্য নিশ্চিত করে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক কালের কণ্ঠকে বলেন, উনি যেটা বলেছেন সেটা সঠিক। পরের ধাপে টঙ্গী পর্যন্ত মেট্রো নিয়ে যাওয়া আমাদের পরিকল্পনারই অংশ।
মেট্রো রেল পরিচালনাকারী সরকারি প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্ম পরিকল্পনা অনুযায়ী, সবগুলো মেট্রো স্টেশন ধাপে ধাপে চালু করা হয়েছে। সেই সঙ্গে চলাচলের সময়ও ধাপে ধাপে বাড়ানো হচ্ছে। আগামী জুন মাসে ভোর থেকে মধ্য রাত পর্যন্ত মেট্রো চলার কথা হয়েছে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক কালের কণ্ঠকে বলেন, মে মাসে সন্ধ্যা পর্যন্ত ট্রেন চলবে সেটা এখনই বলা যাচ্ছে না। তবে আমরা জুনে সকাল থেকে রাত পর্যন্ত ট্রেন চালাতে চাই। এর আগেও ধাপে ধাপে চলাচলের সময় বাড়ানো হয়েছে। সামনের বৈঠকের পর বিষয়টি বলা যাবে।

0 coment rios: