Saturday, February 22, 2020

পুরো গ্রামে মাটির নিচ থেকে বের হচ্ছে গ্যাস!

মাটির নিচ থেকে গ্যাস বের হচ্ছে বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা গ্রামে। গভীর নলকূপ,বাড়ির আঙ্গিনা,কৃষি জমি ও পুকুর পাড়সহ গ্রামটির বিভিন্ন স্থানে দেখা মিলছে গ্যাসের উদীরণ। অনেকেই সে গ্যাস দিয়ে রান্নার কাজ সারছেন প্রতিদিন। আবার আতঙ্কেও আছেন অনেকেই। অবশ্য ঘটনাস্থল পরিদর্শনের পর ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। 



শেয়ার করুন

Author:

দেশ ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: