নিখোঁজের ২৯ দিন পর উদ্ধার হওয়া খুলনার দৌলতপুরের রহিমা বেগমের (৫২) দেওয়া কিছু তথ্যে অসংগতি দেখছেন তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা।
তাঁরা বলছেন, তিনি কিছু লুকাচ্ছেন এবং সত্য গোপন করছেন বলে প্রাথমিকভাবে তাঁদের কাছে মনে হচ্ছে। তাঁর কাছ থেকে অনেক প্রশ্নের সদুত্তর পাওয়া যাচ্ছে না।
এ অবস্থায় তিনটি বিষয় সামনে রেখে রহিমা বেগমের নিখোঁজ হওয়ার ঘটনা তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাদের ভাষ্যমতে, রহিমার নিখোঁজের সঙ্গে পরিবারের কেউ জড়িত কি না; আসামিদের কোনো যোগসূত্র রয়েছে কি না এবং জমি নিয়ে বিরোধ নাকি অন্য কোনো কারণে এ ঘটনা এসব খতিয়ে দেখা হচ্ছে। গত ২৭ আগস্ট রাতে দৌলতপুরের মহেশ্বরপাশার বাসার উঠানের নলকূপে পানি আনতে গিয়ে নিখোঁজ হন রহিমা বেগম। এ ঘটনায় তাঁর মেয়ে আদুরী আক্তার থানায় অপহরণের মামলা করেন। সন্তানেরা ময়মনসিংহের ফুলপুরে এক নারীর মরদেহকে নিজের মায়ের বলে দাবি করার এক দিন পর ফরিদপুরের বোয়ালমারী থেকে তাঁকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
0 coment rios: