Sunday, August 28, 2022

বাবাকে অমানুষ আখ্যা দিয়ে মেয়ের আত্মহত্যা।


                                            বাবাকে অমানুষ আখ্যা দিয়ে মেয়ের আত্মহত্যা। 

রাজধানীর দক্ষিণখানে সানজানা নামের এক তরুণী বহুতল ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। যদিও তার মা'র অভিযোগ, সানজানার বাবা শাহীন ইসলামই তাকে ফেলে দিয়েছে। নিহতের একটি সুইসাইড নোট অবশ্য পেয়েছে পুলিশ; যেখানে মৃত্যুর জন্য বাবাকেই দায়ী করেছে সানজানা।


শেয়ার করুন

Author:

দেশ ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: