Tuesday, September 27, 2022

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর এখন শ্বশুর।


                                     দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর এখন শ্বশুর। 

২৪ সেপ্টেম্বর রাতে তাঁর বড় ছেলে শাফকাত আসিফ রণর আকদ সম্পন্ন হয়েছে। কনে ইসমত শেহরীন তালুকদার ঈশিতা। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটারবিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন। রণ ও ঈশিতা ছোটবেলা থেকেই একে অন্যের পরিচিত ছিলেন। ঢাকার মগবাজার ওয়্যারলেস এলাকার সেঞ্চুরি টাওয়ারে দীর্ঘদিন দুই পরিবার পাশাপাশি থাকত। জানা গেছে, দুই পরিবারের ইচ্ছাতেই তাঁদের আকদ সম্পন্ন হয়েছে। অক্টোবরের প্রথম সপ্তাহে হবে বিবাহোত্তর সংবর্ধনা।ছেলের বিয়ের আয়োজনে ভীষণ ফুরফুরে মেজাজে আছেন আসিফ। তিনি আরও লিখেছেন ‘জীবনসংগ্রামে বহু বন্ধুর পথ পেরিয়ে এসে আজ নিজেকে অনেক সুখী মনে হচ্ছে। দুজনই পড়াশোনার পাশাপাশি চাকরি করছে। ঈশিতার ছোট্টবেলা থেকেই তাকে চিনি, লক্ষ্মী মেয়েটাকে মনে মনে পুত্রবধূ হিসেবে চেয়েছি। মহান আল্লাহ সহায় হয়েছেন, আমার ইচ্ছাপূরণ হয়েছে। অক্টোবরের প্রথম সপ্তাহে বিয়ের যাবতীয় উৎসব হবে। হাতে একদম সময় নেই। নিজের কাজ থেকে ছুটি নিলাম ১০ দিনের জন্য। সবার দোয়া চাই, আমার সত্য সরল সহজ ছেলে রণ আর আদরের বউমা ঈশিতার জন্য। শ্বশুররূপে আবারও মেয়ের বাবা হয়েছি, সার্থক একজনমে মহান আল্লাহর প্রতি শুধুই কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।


শেয়ার করুন

Author:

দেশ ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: