পার্বতীপুর হোটেল শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের জুয়ার আসর থেকে গ্রেফতার ২৩ ।
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হোটেল শ্রমিক ইউনিয়ন কার্যালয় পুলিশ ও সেনা বাহিনী যৌথ অভিযান চালিয়ে ২৩ জুয়ারুকে গ্রেফতার করেছে।
আজ শনিবার ২ আগস্ট, জিআরপি থানা, রেলওয়ে ষ্টেশন সংলগ্ন হোটেল শ্রমিক ইউনিয়নের কার্যালয় এই অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী। জুয়া খেলা অবস্থায় ২৩ জনকে গ্রেফতার করে।
পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার সংবাদ পেয়ে। ঘটনায় স্থলে উপস্থিত হয়ে, সকল জুয়ারুকে ভ্রাম্যমান আদালত ১৫ দিনের করে কারাদণ্ড ঘোষণা করেন। আসামিদের কে পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
দিনাজপুর জেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের (রেজি: নং ২৭৯৪/১২) সভাপতি জোতিষ চন্দ্র, সাধারণ সম্পাদক আরশাদুল ইসলাম ও শ্রমিক নেতা শফিকুলের নেতৃত্বে দীর্ঘদিন থেকে এই কার্যালয়ে জুয়ার আসর চলে আসছে। ইতিপূর্বেও একাধিকবার অভিযান চালিয়েছে পুলিশ। কিন্তু জুয়া বন্ধ করা যায়নি। জুয়া বন্ধ না হওয়ার অন্যতম কারণ মুল হোতাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ না করা। সাধারণ শ্রমিকদের অভিযোগ- মুল হোতারা প্রতিদিন জুয়ার আসর থেকে মোটা অঙ্কের টাকা পায়।
0 coment rios: