দেশ থেকে কেবল ২০১৫ সালেই পাচার হয়েছে প্রায় এক লাখ কোটি টাকা। এমন বিস্ফোরক তথ্য প্রকাশ হয়েছে আজ। ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান, গ্লোবাল ফিন্যান্সিয়াল ইন্টিগ্রিটি- GFI'র প্রতিবেদনে --জানানো হলো, সাত বছর গড়ে ৬৪ হাজার কোটি টাকা করে পাচার হয়েছে আমদানি-রপ্তানির আড়ালে। জিএফআই’র তারা জানিয়েছেন, গত দু’বছর জাতিসংঘকে আন্তর্জাতিক বাণিজ্যের তথ্যই দিচ্ছে না বাংলাদেশ।
Tuesday, March 3, 2020
Author: md mahmudul hasan
দেশ ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।
0 coment rios: