Tuesday, March 3, 2020

৫ লাখ টন কয়লা চুরি

বড়পুকুরিয়া থেকে লোপাট হয়েছে ৫ লাখ ৪৮ হাজার টন কয়লা। চুরি যাওয়া এই কয়লার বর্তমান বাজার মূল্য প্রায় ৭ শ কোটি টাকা। দু'বছর আগে ১ লাখ ৪৪ হাজার টন কয়লা চুরির খবর প্রকাশিত হলে তদন্তে নামে, ক্যাব। --তাদের অনুসন্ধানে এই বিশাল অনিয়মের প্রমাণ মিলেছে। কমিটি বলছে, কেবল খনি কতৃপক্ষ নয়, এই লুটপাটের দায় পরিচালনা বোর্ড, পেট্রোবাংলা ও জ্বালানি বিভাগও এড়াতে পারে না।

শেয়ার করুন

Author:

দেশ ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: