গভীর সমুদ্রে জাহাজ থেকে আমদানি করা জ্বালানি তেল সরাসরি ডিপোতে খালাসের জন্য সাগরের তলদেশে পাইপলাইন নির্মাণের কাজ এগিয়ে চলেছে। এখন পর্যন্ত প্রকল্পের ৩৫ শতাংশ কাজ শেষ হয়েছে। ২০২১ সালের আগস্টে এটি চালু হওয়ার কথা। এর মাধ্যমে কক্সবাজারের মহেশখালী থেকে আনোয়ারার গহিরা ও পটিয়ার জুলধা হয়ে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে পতেঙ্গা পর্যন্ত ২২০ কিলোমিটার পাইপলাইন বসানোর মাধ্যমে ইস্টার্ন রিফাইনারির প্রধান ডিপোতে সরাসরি তেল সরবরাহ করা হবে। ‘ইনস্টলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন’ নামক প্রকল্পটি বাস্তবায়িত হলে বছরে দেশের সাশ্রয় হবে প্রায় ৮০০ কোটি টাকা।
Saturday, February 22, 2020
Author: md mahmudul hasan
দেশ ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।
0 coment rios: