তৈরি পোশাকে চীনের হারানো ব্যবসা আসছে বাংলাদেশে। একক বাজার চীন নির্ভর ক্রেতারা এখন করোনা সংকটে খুঁজছেন বিকল্প বাজার। সক্ষমতা বিবেচনায় সবচেয়ে বেশি সুবিধা পাওয়ার কথাও বাংলাদেশেরই। তবে সহায়ক শিল্পের জন্য এখনও চীন নির্ভর বাংলাদেশ। ফলে ক্রেতা ধরে রাখাই বড় চ্যালেঞ্জ মনে করছেন উদ্যোক্তারা। নাজিয়া কণার ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব।
তৈরি পোশাকের সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ চীন। বৈশ্বিক চাহিদার প্রায় ৩০ ভাগই রপ্তানি করে দেশটি। কিন্তু করোনা সংকটে চীননির্ভর বৈশ্বিক ক্রেতাদের এখন দিশেহারা অবস্থা। ফলে কোন একটি দেশের উপর নির্ভরশীল না হয়ে ক্রেতারা একাধিক দেশের সাথে কাজ করতে আগ্রহী। যাতে ঝূঁকির পরিমাণ কম থাকে।
একক দেশ নির্ভরতা কমাতে ক্রেতারা এখন খুঁজছে বিকল্প বাজার। নদীর ভাঙা-গড়ার মতোই যেখানে ক্ষতির মুখে চীন, সেখানে নতুন ব্যবসা পাওয়ার সুযোগ প্রতিযোগি দেশগুলোর। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পও পাচ্ছে সে সুযোগ।
উদ্যোক্তারা বলছেন, তৈরি পোশাকের কাঁচামালসহ সহায়ক শিল্পের জন্য বাংলাদেশ আবার চীন নির্ভর। আর চীন থেকে আমদানি বন্ধ। এজন্য সুযোগ আসলেও সদব্যবহার করতে পারবেন কিনা তা নিয়ে সংশয়ে তারা।
বিশ্লেষকরা বলছেন, ক্রেতা ধরে রাখতে প্রয়োজনীয় পণ্য আমদানির বিকল্প বাজার খোঁজার পাশাপাশি এ খাতকে স্বয়ংসম্পূর্ণ করতে হবে।
অন্যথায় চীননির্ভর এসব ক্রেতা ভিয়েতনাম, কম্বোডিয়া কিংবা প্রতিযোগি অন্য দেশগুলোকে খুঁজে নেবে।
Saturday, February 22, 2020
Author: md mahmudul hasan
দেশ ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।
0 coment rios: