Wednesday, May 10, 2023

ইমরান খানের অভিযোগ বিষয়ে যা বলছে পাকিস্তান সেনাবাহিনী


 পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সে দেশের একজন ঊর্ধ্বতন সামরিক গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে তাকে হত্যা করার ষড়যন্ত্রে জড়িত থাকার যে অভিযোগ করেছেন, সেনাবাহিনী উষ্মার সাথে তাকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে লাহোরে সপ্তাহান্তের এক সমাবেশে ইমরান খান দাবি করেন যে ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তা মেজর জেনারেল ফয়সাল নাসির গত বছর তাকে এক হত্যার প্রচেষ্টায় জড়িত ছিলেন এবং ওই হত্যার ষড়যন্ত্রে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও জড়িত।

সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ শাখা ইমরান খানের অভিযোগ অস্বীকার করে এক বিবৃতিতে বলেছে, ‘এই বানোয়াট ও বিদ্বেষপূর্ণ অভিযোগ অত্যন্ত দুর্ভাগ্যজনক, দুঃখজনক এবং অগ্রহণযোগ্য।’

এদিকে, শেহবাজ শরীফ এ প্রসঙ্গে টুইটারে বলেছেন, ‘জেনারেল ফয়সাল নাসির এবং আমাদের গোয়েন্দা সংস্থার অফিসারদের বিরুদ্ধে কোনো প্রমাণ ছাড়াই ইমরান খানের অভিযোগ মেনে নেয়া বা সহ্য করা হবে না।’

উল্লেখ্য, সামরিক বাহিনী ২০১৮ সালে ইমরান খানের ক্ষমতার উত্থানকে সমর্থন করেছিল। তবে গত বছর তাকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে সংসদীয় অনাস্থা ভোটের আগে তারা তার প্রতি সমর্থন প্রত্যাহার করে।



শেয়ার করুন

Author:

দেশ ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: