এবারের ঈদে শতাধিক সিনেমা হলে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘লিডার: আমিই বাংলাদেশ’। সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ দেখা গেছে। সিনেমাটি নিয়ে আলোচনা চলছে। সিনেমা নিয়ে আলোচনার ভিড়ে শাকিব খানকে নিয়েও আলোচনা চলছে; অনেকেই বলছেন, শাকিব খান কবে সিনেমা হলে যাবেন?
ঢাকাই সিনেমার এ চিত্রনায়ক ঘোষণা দিয়েছিলেন, এবার ঈদে প্রথমবার মা–বাবাকে নিয়ে প্রেক্ষাগৃহে যাবেন। তাঁকে সপরিবার কাছে পেতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় রয়েছেন ভক্তরা। কিন্তু সপ্তাহ পেরোলেও শাকিব খানের দেখা মেলেনি। যেখানে হলিউড–বলিউড তারকাদের সিনেমার প্রচারণায় হলেও যেতে দেখা যায়; সেখানে শাকিব খানকে হলে পাওয়া যাচ্ছে না কেন? ভক্তদের কেউ কেউ বলছেন, শাকিব খান হলে না এলেও তাঁর সিনেমা চলবে। তবে হলে আসার ঘোষণা দিয়ে কেন কথা রাখছেন না তিনি?
বিষয়টি জানতে বৃহস্পতিবার শাকিব খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর সাড়া পাওয়া যায়নি।২১ এপ্রিল শাকিব খান প্রথম আলোকে বলেছিলেন, ‘আমি মা-বাবা, বোন, আত্মীয়, পরিজন ও বন্ধুবান্ধবকে নিয়ে সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে যাব।’
দুই দশকের ক্যারিয়ারে আড়াই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন শাকিব খান। ক্যারিয়ারজুড়ে অন্তত ৪০টি ঈদ পেয়েছেন তিনি। তবে কখনোই মা–বাবাকে সঙ্গে নিয়ে প্রেক্ষাগৃহে বসে তাঁর কোনো ছবি দেখা হয়নি। ফলে মা-বাবাকে নিয়ে প্রেক্ষাগৃহে যাওয়ার ঘোষণাটি ভক্তদের ভেতর আগ্রহ তৈরি করেছে। ভক্তরা এখনো আশায় আছেন, নতুন সিনেমার শুটিংয়ের আগে মা-বাবাকে নিয়ে সিনেমা হলে আসবেন শাকিব।

0 coment rios: