Sunday, December 11, 2022

উপসাগরীয় অঞ্চলে কি তাহলে যুক্তরাষ্ট্রের প্রভাব কমতে যাচ্ছে?


                               উপসাগরীয় অঞ্চলে কি তাহলে যুক্তরাষ্ট্রের প্রভাব কমতে যাচ্ছে? 

মার্কিন বলয়ে ধাক্কা দিতেই কী শি জিনপিংয়ের সফর? সম্প্রতি, চীনের প্রেসিডেন্ট সৌদি আরব যাওয়ার পরই তুঙ্গে এ আলোচনা। আঞ্চলিক নেতাদের দেয়া নিত্যনতুন প্রতিশ্রুতি এবং সখ্যতার বিষয়টিও কারো নজর এড়ায়নি। শনিবার, সৌদি পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন- এরমাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায়ের সূচণা হলো। রাজনৈতিক মেরুকরণের ইঙ্গিত দিলেন বিশ্লেষকরাও।


শেয়ার করুন

Author:

দেশ ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: