Tuesday, November 1, 2022

বিক্রি হচ্ছে আপনার আমার আঙ্গুলের ছাপ।


  আরেকজনের এনআইডি বা বায়োমেট্রিকে মোবাইল সিম বিক্রি করা হচ্ছে অন্যদের কাছে। মিলছে রাস্তাঘাটে ফেরিওয়ালার কাছেও। এ সিম দিয়ে কেউ অপরাধ করলে ফেঁসে যাবেন অন্য ব্যক্তি। মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটব বলছেন, এসব জালিয়াতির বিষয় তারা জানেন না। আর টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বলতে গেলে একরকম অসহায়।


শেয়ার করুন

Author:

দেশ ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: