দিনাজপুরের পার্বতীপুরে ১৮ শিক্ষার্থী বহিস্কারের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি করেছে উপজেলা প্রশাসন। ভুক্তভুগী শিক্ষার্থীরা জানান, চাঁদার পরিমাণ বেশি হওয়ায় নিজেরা পিকনিকের আয়োজন করে। এর জেরে প্রধান শিক্ষক তাদের ছাড়পত্র দিয়েছেন। যদিও প্রধান শিক্ষক বলছেন, তাদের টিসি দেয়ার বিষয়টি সম্মিলিত সিদ্ধান্ত।
কিছু শিক্ষার্থী চাঁদা দিতে অপারগতা প্রকাশ করে একই জায়গায় নিজেরাই আয়োজন করেন বনভোজনের। এর জের ধরে বুধবার ১৮ শিক্ষার্থীকে টিসি দেয় স্কুল কর্তৃপক্ষ।
ছাত্রীরা জানান, ওই শিক্ষার্থীরা বহিরাগতদের সাথে যুক্ত হয়ে ইভটিজিং করেছে।
এ ব্যাপারে পার্বতীপুরের জমিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, অভিযোগের ভিত্তিতে সম্মিলিতভাবেই ছাড়পত্র দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তবে ছাড়পত্র পাওয়া শিক্ষার্থীদের দাবি, ইভটিজিংয়ের অভিযোগ সত্য নয়।
ঘটনা তদন্তে কমিটি করেছে উপজেলা প্রশাসন। কমিটির সদস্য ও শিক্ষা কর্মকর্তারা জানান, কমিটির দেয়া প্রতিবেদনের আলোকে ব্যবস্থা নেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা।
পার্বতীপুরের উপজেলা সহকারী কমিশনার আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান বলেন, এ বিষয়ে তদন্ত কাজ চলছে। তদন্ত শেষে রিপোর্ট পেশ করা হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিরাজুল ইসলাম বলেন, আইনগত বিষয়টি খতিয়ে দেখে তদন্ত সাপেক্ষে যে ব্যবস্থা নেয়া প্রয়োজন সেটা বিভাগীয় পর্যায় থেকে নেয়া হবে।
বহিষ্কার শিক্ষার্থীদের মধ্যে ৬ষ্ঠ শ্রেণীর ৬জন, ৭ম শ্রেণীর ৩জন, ৮ম শ্রেণীর ৭ জন এবং ৯ম শ্রেণীর ৪জন ছাত্র।
0 coment rios: