চট্টগ্রামের পটিয়ায় আগুনে পুড়ে ছাই হয়েছে একটি কলোনির ৩২টি বসতঘর। শুক্রবার দিবাগত রাত ১:৫০ মিনিটে পটিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাগজীপাড়া এলাকায় ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। আগুন পুড়ে গেছে নগদ টাকাসহ অর্ধ কোটি টাকা।
ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন থেকে তাদের কলোনির ৩২টি ঘর পুড়ে গেছে। আগুনের খবর ফায়ার সার্ভিসকে জানানো হলেও আগুন নেভাতে বিলস্ব করে। যার কারনে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ক্ষয়ক্ষতিও বেশি হয়।
পটিয়া ফায়ার স্টেশনের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা ছুটে যান এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। উদ্ধার করা হয়েছে ৫০ লাখ টাকার মালামাল
0 coment rios: