Tuesday, October 22, 2024

এবার পুলিশের ২৫০ এসআই প্রশিক্ষণার্থীকে অব্যাহতি


 সারদা পুলিশ অ্যাকাডেমিতে একযোগে আড়াই শ’র বেশি ক্যাডেট এসআইকে অব্যাহতি দেয়া হয়েছে।

 পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্সের সহকারী মহাপরিদর্শক (এআইজি) এনামুল হক সাগর বিবিসি বাংলাকে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, ‘শৃঙ্গলাভঙ্গের দায়ে তাদের প্রশিক্ষণ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।’

গত ২০ অক্টোবর রাজশাহীর ওই পুলিশ অ্যাকাডেমিতে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা ‘হঠাৎ’ করে স্থগিত করা হয়।

সে ঘটনা দেশজুড়ে নানা আলোচনার জন্ম দিয়েছিল।

কেন কুচকাওয়াজ স্থগিত করা হয়েছিল, এ প্রশ্নের সুনির্দিষ্ট কোনো উত্তর পুলিশ সদর দফতর থেকে দেয়া হয়নি।

বাহিনীর মুখপাত্র বিবিসি বাংলাকে শুধু বলেছিলেন, ‘অনিবার্য কারণে’ এটি স্থগিত করা হয়েছে।

যদিও এই কুচকাওয়াজে যোগ দেয়ার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাজশাহীতে পৌঁছে ছিলেন।


শেয়ার করুন

Author:

দেশ ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: