সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়
২০০৭ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে
চাঁদাবাজির চার মামলা বাতিল করেছেন হাইকোর্ট।
মামলাগুলো বাতিলের প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি এ কে এম
আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।
আদালতে রুলের পক্ষে শুনানি করেন, আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন ও কায়সার কামাল।
আরও পড়ুন: তারেক রহমানের ফেরার দিকে আমাদের আছে বাংলার মানুষ: জয়নুল
পরে
তারেক রহমানের আইনজীবীরা জানান, আইনি প্রক্রিয়ার মাধ্যমেই মামলার সুরাহা
করতে চান তারেক রহমান। তার বিরুদ্ধে প্রায় ৮০টির মত মামলা রয়েছে, যা
মোকাবেলা করা হবে আইনিভাবেই।
আদেশের
পরে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির আইন সম্পাদক ব্যারিস্টার
কায়সার কামাল বলেন, নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া সব রাজনৈতিক মামলার
নিষ্পত্তির পরই তারেক রহমান নিজের মামলার নিষ্পত্তি করার আগ্রহের কথা
জানিয়েছেন।
সাম্প্রতিক
সময়ে রাষ্ট্রপতির মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে প্রশ্ন কো হলে তারেক
রহমানের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার
কামাল জানান, রাষ্ট্রপতির ইস্যুটি পর্যবেক্ষণ করছে বিএনপি।
0 coment rios: