Sunday, September 8, 2024

সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা ফখরুল ইসলাম


 বিপ্লব-পরবর্তী সময় দেশে একটা ক্লান্তিকাল যাচ্ছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা সবাই যদি এক হয়ে কাজ করতে পারি, তাহলে বিপ্লবের যে লক্ষ্য সেটিকে আমরা ধরে রাখতে পারব।

শনিবার রাতে সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মহাসচিব।

বিএনপির নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগের বিষয়ে ফখরুল বলেন, ঘটনার চেয়ে অপপ্রচার বেশি হচ্ছে।

মির্জা ফখরুল বলেন, চিকিৎসা নিতে আমিসহ আমার সহধর্মিনী গিয়েছিলাম সিঙ্গাপুরে। ছাত্র জনতার বিপ্লবের পরে অন্তর্বর্তীকালীন সরকার দেখছি অল্প সময়ে ভালোই করছে। সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছে, করেছেন অনেক।  

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার স্থায়ী রূপ ও দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ব্যবস্থা প্রণয়ন করতে চায় বিএনপি। কাজেই নির্বাচন কমিশনসহ অন্যান্য প্রতিষ্ঠানে সংস্কারের পক্ষে বিএনপি।

উল্লেখ্য, ১ সেপ্টেম্বর রাতে চিকিৎসার উদ্দেশে সিঙ্গাপুরে যান বিএনপির মহাসচিব। চিকিৎসা শেষে আজ রাতে ঢাকায় ফেরেন তিনি।

অর্থনীতিকে টিকিয়ে রাখতে বিশেষ করে গার্মেন্টস্ শিল্প বিষয়ে ভালোভাবে সকল দল ও ব্যক্তিকে সহায়তা করতে হবে জানিয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী ও সংগঠনকে কাজ করতে হবে।



শেয়ার করুন

Author:

দেশ ২৪ নিউজ একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা আইনীভাবে বাংলার খবর শেয়ার করছি। আমরা বর্তমানের খবরের সাথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

0 coment rios: